Thursday, 7 January 2021

Road trip to দাদনপাত্রবাড় (Dadanpatrabar Sea Beach) by Kousik Sen in early January 2021













Road trip to দাদনপাত্রবাড় (Dadanpatrabar Sea Beach), East Midnapore district, West Bengal by Kousik Sen in early January 2021. 

দীঘার ভীড় পছন্দ নয়? মন্দারমণিও এখন বড্ড ইঁট, কাঠ পাথরের জঙ্গলে কুমারীত্ব হারাচ্ছে মনে হচ্ছে? এই করোনা আবহে ঘুরতে যেতে চান কিন্ত মানুষের থিকথিকে ভীড় দেখলেই কিরকম একটা আতঙ্কিত লাগছে? 

চলুন যাই Dadanpatrabar। 
একেবারে সমুদ্রতীরে Swapan Pradhan বাবুর Nirala Hotel (9933064420, 8972341152)। মন্দারমণিরই একটা অংশ। আর একটু এগোলেই দক্ষিণ পুরুষোত্তমপুর।
             মন্দারমণি মোড় থেকে ডানদিকে সারিসারি হোটেলের দিকে না গিয়ে বাঁ দিকে গাড়ি ঘোরান। কিলোমিটার দুয়েক এগিয়ে চলুন। চোখজুড়ানো গ্রামের পথ। ডাইনে শুুঁটকি মাছের সারিসারি প্রসেসিং সেন্টার, এক মিনিট নাকে রুমাল দিন গন্ধ লাগলে। আর বাঁদিকে টম‍্যাটো আর বাঁধাকপির ক্ষেত।
আর একটু এগিয়ে বাঁদিকে গেলেই কাঁচা রাস্তা, একটুখানি, এই ১০০ মিটার মতো। 
           একমাত্র হোটেল স্বপনবাবুর। সামনে বিস্তীর্ণ সমুদ্র, অসাধারণ বেলাভুমি, সেই স্মৃতিতে থাকা ঝাউবন। উফ্ Tranquility prevails all around. জনমানবশুন‍্য। জোয়ারের জলে সমুদ্রতট যখন ছোট হয়ে আসে ঝাঁকে ঝাঁকে লাল কাঁকড়া বেড়িয়ে পড়ে। 
      এবার একটু হোটেলের ব‍্যাপারে বলি। ঘরে বসেই উপভোগ করুন সমুদ্র। সামনেই ঝাউবন, হ‍্যামক আছে। ঝাউবনের ভীতর দিয়ে লম্বা হাঁটা মারুন বা ঢাকা মাচায় বসে বন্ধু বা আত্মীয় স্বজনের সঙ্গে লম্বা আড্ডা চলুক।
ঘরভাড়া ১২০০ নন এসি, এসি ২০০০। মোট ৬ টি ঘর। কি খাবেন? যা বলবেন রান্না করে দেবে। আর আপনি চাইলে নিজেরাই একটু হেঁটে বাজার করে রান্না করে নিন। আপনার জন‍্য রান্নার সব সরঞ্জামও মজুত। 
ড্রাইভারের থাকার জায়গা আছে। 
একটু কুয়াশাই ছিলো। ছবিগুলো খুব একটা হয়তো ভালো ওঠেনি।

No comments:

Post a Comment