Friday, 19 July 2019

Road trip to Annapurna Temple, Barrackpore has an uncanny resemblance with the temple in Dakshineshwar


ব্যারাকপুরে অন্নপূর্ণা মন্দির। দক্ষিণেশ্বর মন্দিরের আদল, সমসাময়িক। নিরালা, অপার শান্তির পরিবেশ।
পূজারী খুব যত্ন করে দুপুরে অন্নভোগ খাওয়ান। কিন্তু আগে থেকে জানাতে হবে।
রানি রাসমনি কর্তৃক দক্ষিনেশ্বর মন্দির নির্মিত হবার কিছুকাল পরে তঁার ছোটো কন্যা জগদম্বা এই মন্দিরটি তৈরি করেন।
ব্যারাকপুরে যারা শুধুমাত্র গান্ধী ঘাট ঘুরেই ফিরে আসেন, তাদের উদ্দেশ্যে-- গান্ধী ঘাট থেকে টিটাগড়ের দিকে রানী রাসমণি ঘাটের পথে মিনিট সাতেক হাঁটলেই এই মন্দির। তাই এই মন্দির দেখার চান্স মিস করবেন না।
Content and photo credit: Prof. Arunava Das. 

No comments:

Post a Comment